কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

শরিয়ত মতেই বিয়ে করেছি : নাসির

বিয়ে নিয়ে বিতর্কের জেরে ক্রিকেটার নাসির হোসেন সংবাদ সম্মলনে বলেছেন, বিয়ে করেছি আইনগত ভাবে ও ইসলামী শরিয়ত মোতাবেক। এমন হলে আমরা ওপেন বিয়া করতাম না, লুকিয়ে করতাম।

আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, ‘আসলে আমার তেমন কিছু বলার নেই। আমি চার বছর আগে থেকে তামিমাকে চিনি। সে প্রথমে ভালো বন্ধু পরে লাভার (প্রেমিকা)। বিয়ে করেছি আইনগতভাবে ও ইসলামী শরিয়ত মোতাবেক। এমন হলে আমরা ওপেন বিয়ে করতাম না, লুকিয়ে করতাম।

নাসির আরও বলেন, ‘আমি সব জানি, তামিমার আগে বিয়ে হয়েছে, ওর বাচ্চা আছে। আমি কাগজ পেয়েই তাঁকে বিয়ে করেছি। আমরা যা করেছি, সব লিগ্যাল করেছি; কোনো ভুল করিনি।’

জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার বলেন, ‘যারা সোশ্যাল মিডিয়ায় ভুল লেখালেখি করছেন, তা থেকে বিরত থাকবেন। যেটা আজ তামিমার সঙ্গে করেছেন, সেটা আপনার সঙ্গেও হতে পারে। আর মিডিয়া থেকে সঠিক তথ্য জেনে মানুষের কাছে জানান। কারণ মিডিয়া কখনো ভুল তথ্য দেয় না। তারা বিচার করে এর পর দেয়।’

নাসির বলেন, ‘এত দিন তামিমা ছিল, এখন থেকে তামিমা হোসেন। আমি চাই না তামিমার বিরুদ্ধে কেউ কথা বলুক। কথা বললে, আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় যেন এমন কিছু না করা হয়।’

এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমি এখন ন্যাশনাল টিমের প্লেয়ার নই। আমাকে নিয়ে লেখা-লেখি করলে সমস্য নেই। আমাকে অনেকে ভালোবাসে, আবার গালিও দেয়। কিন্তু তামিমা এই কালচারের নয়। ছোট বেলায় তামিমার বিয়ে হতেই পারে। আবার প্রেমও করতে পারে। তামিমা এখন আমার বউ, তাঁকে বলা মানে আমাকে বলা। এখন আইনগতভাবে যাব।’

পাঠকের মতামত: