কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শুধু রূপ নয় স্বাথ্যেরও যত্ন নেবে গোলাপ

গোলাপ এমন একটি ফুল, যেটি অনেক রূপে ব্যবহৃত হয়, আপনি কাউকে আপনার ভালবাসা প্রকাশ করতে চান বা ঈশ্বরের পূজা করতে চান। শুধু তাই নয়, গোলাপ ফুলকে সৌন্দর্যের খাবারে স্থান দেওয়া হয়।

কিন্তু আপনি কি জানেন যে গোলাপ ফুল স্বাস্থ্যের জন্যও উপকারী। অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম ছাড়াও আরও অনেক গুণ গোলাপে পাওয়া যায় এবং এই গুণগুলির কারণে এটি স্বাস্থ্যের ধন।

তাহলে চলুন আজকে বলি গোলাপ ফুল দিয়ে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়-

কোনো কারণে কানে ব্যথা হলে গোলাপ পাতার রস বের করে কয়েক ফোঁটা কানে লাগান। ব্যথা থেকে অনেকটাই উপশম পাবেন।

গোলাপ ফুলকে পরিপাকতন্ত্রের জন্যও খুব ভালো মনে করা হয়। খাবারের পর গোলাপ থেকে তৈরি গুলকন্দ খেতে হবে। এতে আপনার হজমশক্তি ভালো থাকবে।

বাড়তে থাকা ওজন নিয়ে বিরক্ত হয়ে থাকলে সহজ উপায়ে তা কমান একটি গোলাপ ফুল দিয়ে।

প্রথমে ১০ থেকে ১৫টি গোলাপের পাপড়ি জলে ফুটিয়ে নিন। তারপর এক চামচ মধু এবং এক চিমটি দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। কয়েকদিনের মধ্যেই কোমরের পরিধি কমতে শুরু করবে।

মাথাব্যথার সমস্যায় ভুগলে চন্দনের গুঁড়ো, কর্পূর এবং গোলাপ জলের পেস্ট তৈরি করে কপালে লাগান। মাথাব্যথা থেকে দারুণ উপশম পাবেন।

পাঠকের মতামত: