কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শূকরের হৃৎপিণ্ড বসানো সেই ব্যক্তির মৃত্যু

 

মানব দেহে প্রথমবার শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত মার্কিন নাগরিক ডেভিড বেনেট অস্ত্রোপচারের প্রায় ২ মাস পর মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

তার চিকিৎসক জানান, গত কয়েকদিন ধরে ৫৭ বছর বয়সী বেনেটের শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ মার্চ তিনি মারা যান। চিকিৎসকরা ডেভিডের মৃত্যুর সুনির্দিষ্ট কোনও কারণ জানাননি।

অস্ত্রোপচারের ছয় সপ্তাহ পর থেকে তিনি শয্যায় ছিলেন। তাকে একটি যন্ত্রের মাধ্যমে সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা সার্জারি চিকিৎসক ছিলেন সার্জন ব্রাটলি। তিনি বলেন, বেঁচে থাকতে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন বেনেট।

এর আগে ২০২১ সালের অক্টোবরে নিউ ইয়র্কের চিকিৎসকেরা সফলতার সঙ্গে একটি শূকরের কিডনি মানুষের শরীরে প্রতিস্থাপন করে। ওই সময়ে এটিকে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় সফলতা বলে বিবেচনা করা হয়। তবে ওই কিডনি গ্রহণকারী ব্যক্তি কোমায় থাকায় তার সুস্থ হয়ে ওঠার আশা নেই।

পাঠকের মতামত: