কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক কর্মশালা সম্পন্ন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সত্যেন সেন এর আদর্শকেই ধারণ করে এগিয়ে যেতে হবে। তবেই মুক্তিযুদ্ধের চার মূলনীতির ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

গত ২২ অক্টোবর বিকাল ৪টায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ আয়োজিত প্রকৃতির কবি জীবনানন্দ দাশ এর ৬৮ তম প্রয়াণ দিবস স্মরণ ও সাংগঠনিক কর্মশালায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন।

সংগঠনের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের ওপর প্রশিক্ষণ প্রদান করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সহ সাধারণ সম্পাদক ও আবৃত্তি বিভাগের পরিচালক সায়ন্তন ভট্টাচার্য্য। এসময় আরো বক্তব্য রাখেন, কবি ও গবেষক কালাম আজাদ, ছাত্রনেতা বাবলু দে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সহ সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক অসিম কুমার দে, কোষাধ্যক্ষ স্বরুপ চক্রবর্তী, নির্বাহী সদস্য অতনু দাশ, অর্পিতা ধর প্রমুখ।

পাঠকের মতামত: