কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষার নির্দেশ

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর সকল বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার দুপুরে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়।

গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাসের পক্ষ থেকে শনিবার পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আহত ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, বাকি ২৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

পাঠকের মতামত: