কক্সবাজার, মঙ্গলবার, ৭ মে ২০২৪

‘সাংবাদিকদের আক্রমণকারীদের চিহ্নিত করা হচ্ছে’

ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর কারা হামলা চালিয়েছে তা খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তিনি৷

সংঘর্ষে সাংবাদিকদের ওপর আক্রমণের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- এ প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘‘সেখানে একটি ঘটনা ঘটেছে৷ ঘটনাটি কারা ঘটিয়েছে, সেটা খুঁজে বের করা হচ্ছে৷ সেখানে আজ পর্যন্ত দুইজন মারা গেছে৷

‘‘সেখানে যারা নিউজ কভার করতে গেছে তাদেরকে কি ছাত্ররা আক্রমণ করেছে? নাকি ব্যবসায়ীরা আক্রমণ করেছে? সেটা খুঁজে বের করে বিচার হবে৷ এটার সাথে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত নয়৷’’

সোমবার রাতে দুই দোকানের কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের দোকান মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ গড়ায়৷ মধ্যরাত থেকে মঙ্গলবার সারাদিন সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন, তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়৷

বিজ্ঞাপন
সংঘর্ষের সময় সেখনে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সংবাদকর্মীরাও হামলার শিকার হন৷ কয়েকজনকে ভিডিও করতে বাধা দেওয়া হয়, এমনকি মারধরও করা হয়৷

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘‘রাষ্ট্রদূত মূলত সৌজন্য সাক্ষাতে এসেছেন৷ সেখানে আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা করেছি৷ বাংলাদেশের গণমাধ্যম কীভাবে কাজ করে এবং সোশাল মিডিয়া নিয়ে আলোচনা করেছি৷ সারা বিশ্বব্যাপী সোশাল মিডিয়ার চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে৷

‘‘আমরা জানিয়েছি, বাংলাদেশের গণমাধ্যম যেভাবে কাজ করে, অনেক উন্নয়নশীল দেশেই এভাবে কাজ করতে পারে না৷ তাকে আমি ইউকের গণমাধ্যমের উদাহরণ দিয়েছি, সেখানে গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন হলে, কারো বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশিত হলে, কারো চরিত্র হনন করা হলে সেখানে যেমন গণমাধ্যমকে ফাইন গুনতে হয়, ব্যবস্থা নেওয়া হয়, সেটা আমাদের দেশে সেভাবে নাই৷ আমি এই তুলনামূলক চিত্রগুলো তার সামনে উপস্থাপন করেছি৷’’

তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

‘‘বাংলাদেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমনে যেভাবে কাজ করছে, তিনিও সেটার প্রশংসা করেছেন৷ আশা করছি ভবিষ্যতে আমাদের সম্পর্ক উত্তরোত্তর গভীর হবে, সেটা নিয়ে আলোচনা করেছি৷’’

পাঠকের মতামত: