কক্সবাজার, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সাগর পথে মালয়েশিয়ায় যেতে গিয়ে ৮ বছর যাবত নিখোঁজ উখিয়ার দুই যুবক

দীর্ঘ ৮ বছর আগে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের দুই যুবক সোনালী স্বপ্ন নিয়ে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ রয়েছে। এরা হল কুতুপালং গ্রামের নিরঞ্জন শর্মার ছেলে সুজিত শর্মা এবং ছৈয়দ নুর সওদাগরের ছেলে মোহাম্মদ ইব্রাহিম। ।

তাদের পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ৮ বছর আগে ভাগ্যের চাকা সচল করতে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের অজান্তে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তারা। যাবার আগ মুহুর্তে স্বজনদের কাছে খবর দেয় সুুজিত শর্মা ও মোহাম্মদ ইব্রাহিম, তারা সাগর পথে মালেশিয়া চলে যাচ্ছে। এ খবর শুনার পর থেকে পরিবারের মাঝে নেমে আসে চরম হতাশা। পরিবারের লোকজন শান্ত্বনার বানি শুনিয়ে যাত্রপথ থেকে ফেরাতে পারেনি তাদের।

বর্তমানে তারা কি মিয়ানমারে আছে নাকি মালেশিয়ায় আছে তা সঠিক জানতেও পারেনি হতভাগা যুবকের পরিবারেরা। বর্তমানে তাদের খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের লোকজন।

এদিকে ২০১৪ সালে মায়ানমার কারাগারে আটক আছে মর্মে বাংলাদেশ পুলিশে বিশেষ শাখা থেকে নিখোঁজ যুবকদের বাড়িতে তদন্তে আসছিল ডিএসবি পুলিশ । যার DSB স্মারক নং ২৬৯৪(২)/৯৪০০ ১৯-৫-২০১৪ ইং বলে জানাযায়।

নিখোঁজ যুবকদের পরিবারের লোকজন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আকুল আবেদন জানিয়েছে, নিখোঁজ যুবক সুজিত শর্মা ও মোহাম্মদ ইব্রাহিম খুঁজে পেতে সহযোগীতা করতে। মায়ানমার, মালয়েশিয়া, আন্দামান ও থাইল্যান্ডের কারাগারে বন্দি থাকলে তাদের দেশে আসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানান তারা ।

পাঠকের মতামত: