কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

সাধারণ ছুটির দিনে ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল শনিবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে ব্যাংকিং লেনদেন সূচি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বণিক বার্তাকে জানান, সাধারণ ছুটিকালীন সময়ে ব্যাংকগুলোতে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর দুপুর দেড়টা পর্যন্ত চালু থাকবে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম। সাধারণ ছুটির সময়কালে শুধুমাত্র কর্মদিবসে এ সূচি অনুসরণ করবে ব্যাংকগুলো।

পাঠকের মতামত: