কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাবেক ওসি প্রদীপের অবৈধ সম্পদের মামলার শুনানি ২০ সেপ্টেম্বর

অবৈধ সম্পদ অর্জনের মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে, সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে। মামলার পরবর্তী শুনানি হবে, ২০ সেপ্টেম্বর।

গত ২৭ আগস্ট, প্রদীপকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে, দুদক। এর আগে দুপুরে, তাকে কড়া পাহারায় কারাগার থেকে চট্টগ্রামের আদালতে নেয়া হয়।

গত ২৩ আগস্ট, প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে, ৩ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩ লাখ ১৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন, দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। এ মামলায় পলাতক আছেন, প্রদীপের স্ত্রী চুমকি।

পাঠকের মতামত: