কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সিনহা নিহতের ঘটনায় সিফাত ও শিপ্রাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে: র‍্যাব

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা নিহতের ঘটনায় সিফাত ও শিপ্রাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার সংবাদমাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানানো হয়।

এর আগে সিনহা হত্যা মামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজার আদালত। এ নিয়ে মামলাটিতে ১০ জনকে রিমান্ডে নিলো র‍্যাব।

বুধবার সকালে বরখাস্ত হওয়া চার পুলিশ সদস্যকে কক্সবাজারের আদালতে নেয়া হয়। আগে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছিলো র‍্যাব। গ্রেফতার দেখানো পুলিশের মামলার ৩ সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আয়াছকে সকালে আদালতে নেয়া হয়। র‍্যাব তাদের ১০ দিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নাহ ফারাহ ৭ দিন করে মঞ্জুর করেন।

এই হত্যা মামলায় আগেই রিমান্ডে নেয়া হয় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, ইন্সপেক্টর লিয়াকতসহ ৩ জনকে।

পাঠকের মতামত: