কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সিনহা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে মানববন্ধন

মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের নির্যাতিত জনগণসহ কয়েকটি মানবাধিকার ও সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া পরিবারের সদস্য এবং পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন।

এতে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ ভুক্তভোগী এবং মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া নিহত মেজর অবঃ সিনহা মোঃ রাশেদ খানের মায়ের মোবাইলে দেয়া বক্তব্য মাইকে প্রচার করা হয়।

মানববন্ধনে সিনহা হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পাঠকের মতামত: