কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সিনহা হত্যার এক মাস: ‘কী-কেন-কিভাবে’ প্রশ্নেই আটকে পুরো তদন্ত

একমাসেও খোলেনি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার জট। ঘটনা খোলাসায় ‘কী -কেন-কিভাবে’ প্রশ্নেই আটকে আছে গোটা তদন্ত। মামলার মূল আসামি লিয়াকতসহ চারজন এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও অন্য আসামিরা রয়েছেন র‌্যাবের রিমান্ডে। তবে মামলার সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানান। আসামিদের কয়েক দফা রিমান্ডে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাইয়ের পরই দেয়া হবে চার্জশিট।

একই পথ, একই নিরাপত্তা চৌকি। পুরো মেরিনড্রাইভে এক ধরনের নিস্তব্ধতা। জেগে শুধু নিরাপত্তা চৌকিগুলো।

গত ৩১ জুলাই শামলাপুর তল্লাশি চৌকিতে ইন্সপেক্টর লিয়াকতের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজার জুডিশিয়াল আদালতে হত্যা মামলা দায়ের করেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

পাঠকের মতামত: