কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

সিনহা হত্যা: এবার গ্রেফতার ওসি প্রদীপের ‘বডিগার্ড’

সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন আরও এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতার হওয়া কনস্টেবলের নাম রুবেল শর্মা। তিনি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী ও বডিগার্ড। তাকে সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালতে হাজির করেছে র‌্যাব।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫-এর এএসপি খাইরুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানান, সিনহা হত্যার ঘটনায় কনস্টেবল রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। তাই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়। রুবেলের সম্পৃক্ততার বিষয়ে জানার জন্য রিমান্ডের আবেদন করা হবে।

সিনহা মো. রাশেদ খান গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। সিনহার বোনের দায়েরকৃত হত্যায় ইতোপূর্বে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত, এসআই নন্দ দুলাল রক্ষিতসহ ৭ পুলিশ, ৩ জন এপিবিএন সদস্য ও স্থানীয় ৩ জন বাসিন্দাসহ ১৩ জন কারাগারে আছেন। এ ঘটনায় আজ পুলিশের আরও একজন আটক নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

পাঠকের মতামত: