কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সিনহা হত্যা: ফেসবুকে শিপ্রার স্ট্যাটাস তুমুল ভাইরাল

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের ভ্রমণচিত্র নির্মাণের সহকর্মী শিপ্রা রানী দেবনাথ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা রাতারাতি তুমুল ভাইরাল হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে তিনি এ স্ট্যাটাস দেন।

শিপ্রা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ন্যায়বিচারের জন্য আমাকে অনেক দূর যেতে হবে। আমাকে পরিবারের কাছে ফিরতে হবে। খানিকটা সময় দিন। সবার সমর্থন ও সহানুভূতির জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ।

এর আগে কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে শিপ্রা রানী দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে আটক করে পুলিশ। ওইদিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তবে ওই মামলায় রোববার জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান শিপ্রা। সোমবার জামিন পেয়ে মুক্তি পান সিফাতও।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ভ্রমণচিত্র ‘জাস্ট গো’-তে শিপ্রা রানী দেবনাথ অভিনয় করেন। সেই ভ্রমণচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। আর সেই নারীই সিনহা হত্যার পর প্রথম এই স্ট্যাটাসটি দিয়েছেন।

পাঠকের মতামত: