কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সিনহা হত্যা: ২৩ আগস্ট প্রতিবেদন দাখিল করতে পারছে না তদন্ত কমিটি

মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলার আসামি ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় ২৩ আগস্ট প্রতিবেদন দাখিল করতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত দল।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান ১৬ আগস্ট
গণশুনানী শেষে সাংবাদিকদের আগামী ২৩ আগস্ট প্রতিবেদন জমা দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

কিন্তু আদালতের রিমান্ড মঞ্জুরের ১২ দিন পর কক্সবাজার কারাগার থেকে ওসি প্রদীপকে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রিমান্ডে নেয় র‍্যাব।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ অগাস্ট কক্সবাজারের হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করেন, সেখানে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনকে আসামি করা হয়। চ্যানেল২৪

পাঠকের মতামত: