কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী মারা গেছেন। রোববার রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)।

তার মৃত্যুর খবর সমকালকে নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর মেয়ে সংগীত শিল্পী আলিফ আলাউদ্দিন।

এর আগে শুক্রবার রাত থেকেই বিশিষ্ট এই সুরকারের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারও আগে টানা তিনমাস থাইল্যান্ডে ক্যানসারের চিকিৎসা শেষে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফেরেন আলাউদ্দিন আলী। এরপর থেকে কিছুটা স্থিতিশীল ছিলো তার শারীরিক অবস্থা।

আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সৃষ্টা। তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে।

পাঠকের মতামত: