কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সেনেগালের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের একটি হাসপাতালের শিশু ইউনিটে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সেলি এক টুইটার বার্তায় অগ্নিকাণ্ডে ১১ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডেইলি মেইল ও হিন্দুস্থান টাইমসের।

এক টুইটে তিনি জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের শিশু বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ১১ নবজাতক প্রাণ হারায়।

হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল। তবে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে দিউফ সার দেশটির বেসরকারি টিভি স্টেশন টিএফএমকে বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল।

পাঠকের মতামত: