কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সৈকতে অজ্ঞান হয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তোলার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মোহাম্মদ আরিফ (২১) নামের এক পর্যটক। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ কুমিল্লার মুরাদনগর উপজেলার পালাসুতা এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজের ডিগ্রী প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরিফের বন্ধু আসিফ খান জানান, বুধবার তারা মহেশখালীর মাতারবাড়ি থেকে কক্সবাজারে আসেন। তারা সী সান রিসোর্ট নামে একটি হোটেলে উঠেন। বৃহস্পতিবার দুপুরে সৈকতে গোসলের একপর্যায়ে ছবি তোলার সময় অজ্ঞান হয়ে পড়ে যান আরিফ। পরে সৈকতের কর্মী ও লাইফগার্ডরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ বলেন, ‘মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পাঠকের মতামত: