কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সোমবার সিনহা হত্যা মামলার ৬ষ্ঠ দফা সাক্ষ্যগ্রহণ

কক্সবাজারের টেকনাফে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণ ও জেরা ২৫ অক্টোবর থেকে ২৭ শে অক্টোবর টানা ৩ দিন অনুষ্ঠিত হবে।

কাল সোমবার (২৫ অক্টোবর) থেকে তিনদিনের সাক্ষ্যগ্রহণ শুরু হবে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হবে।

এর আগে পাঁচদফায় এই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও আসামিদের পক্ষে জেরা শেষে বিজ্ঞ বিচারক ষষ্ঠ দফা সাক্ষ্য নেয়ার জন্য দিন ধার্য্য করেন।

গত ২৩ আগস্ট সকালে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রদানের মাধ্যমে চাঞ্চল্যকর এ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

গেল বছর ৩১ জুলাই মেরিন ড্রাইভের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হয় সিনহা। এরপর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ ১৫ জনকে এ মামলায় আসামি করা হয়।

পাঠকের মতামত: