কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্বামী-স্ত্রী সেজে ইয়াবা পাচার, আনোয়ারায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৩১০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের আবদুল মুন্নাফের ছেলে এহসান উল্ল্যাহ (২৫) ও একই ক্যাম্পের মৃত শহিদুল হকের মেয়ে হালিমা বেগম (১৯)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, কক্সবাজারের মহেশখালী থেকে মাদকের একটি চালান আসছে; এমন সংবাদে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের আনোয়ারা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি বাসের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৭ লাখ টাকা মূল্যের এসব ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়। স্বামী-স্ত্রী সেজে গ্রেপ্তার এ দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল। তাদেরকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: