কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

হকির সেমিফাইনাল আজ

 

হকি স্টেডিয়ামে সকাল বেলা এক দফা পাঁচ পাকিস্তানি খেলোয়াড় অনুশীলন করে গেছেন| পালাক্রমে টার্ফে অনুশীলন করেছেন ভারত এবং জাপানের সব খেলোয়াড়| বিকালে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা অনুশীলনে মগ্ন| কোরিয়ান কোচ পেনাল্টি কর্নারের কৌশল দেখাচ্ছিলেন| একজন ছবি তুলতে গেলে দূর থেকে ফোন বন্ধ করার অনুরোধ করা হয়| অন্য একজন কোরিয়ান সহকারী কোচ ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের সেমিফাইনালের ম্যাচ| আমরা দুশ্চিন্তায় আছি|’ তার পাশে বল পুশ করছিলেন আরেক খেলোয়াড় তিনি সহমর্মিতা দেখিয়ে সরি বললেন| আজকে পাকিস্তানের বিপক্ষে পেনাল্টি কর্নার পেলে কীভাবে গোল আদায় করবেন তা নিয়ে রণকৌশল| মাঠে ঢুকলেন আরেক সাংবাদিক| মোবাইল ফোন তাক করলেন অনুশীলনে| কোরিয়ান কোচ চিত্কার দিয়ে কোরিয়ান ভাষায় কি যেন বলেন| মনে হলো ছবি তোলায় ক্ষিপ্ত|

অনুশীলন শেষে কোরিয়ান কোচ সাইড লাইনে দাঁড়ান| এই হেড কোচের নাম শিন সিওক কিও| কোভিডের কারণে দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের অনুরোধ করে বললেন তার পরিকল্পনা| এশিয়ান হকি চ্যাম্পিনস ট্রফিতে কোরিয়ার খুব একটা বড় আশা নেই| খেলতে এসেছে খেলে যাবে| তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী বছর চীনে এশিয়ান গেমস হবে| সেখানে কীভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় তা নিয়ে শিন সিওকের ভাবনা|

২০১০ সাল হতে দক্ষিণ কোরিয়া জাতীয় হকি দলের দায়িত্ব পালন করছেন| সাবেক এই খেলোয়াড় জানালেন তারা টোকিও অলিম্পিক গেমসে বাছাইয়ে বাদ পড়েছিলেন| নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল খেলা| তখন কোচ শিন সিওক অসুস্হ হয়ে পড়লেন| তাকে ওপেন হার্ট সার্জারি করা হলো| শার্ট খুলে নিজেই দেখালেন| বুকের মাঝখানে পুরো সেলাই, এখনো লাল হয়ে ফুটে রয়েছে| বুতাম লাগাতে লাগতে বললেন, ‘আমি হাসপাতাল থেকেই নিউজিল্যান্ড যেতে চেয়েছিলাম| কিন্তু ডাক্তার আমাকে হাঁটতেও দেয়নি|’

দূরে খেলোয়াড়দের দিকে তাকিয়ে নিজ দল নিয়ে বললেন, ‘এই দলে ১০ জন নতুন খেলোয়াড় রয়েছেন যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই| আমরা পাকিস্তানকে মোকাবেলা করব| পাকিস্তান শক্তিশালী দল| তবে আমরা টার্গেট করছি আগামী এশিয়ান গেমস তারপরই জাতীয় দল হতে অবসর নেব|’

ততক্ষণে পাকিস্তানি খেলোয়াড়রা হকি মাঠে ঢুকলেন| কোচিং স্টাফ মাঠের সাইডে বেঞ্চে বসে সহকারী কোচ সৈয়দ সামীর হোসেন সেমিফাইনাল নিয়ে খুব বেশি কিছু বললেন না, এক কথায় শেষ করেন কোরিয়া ভালো দল|’ নিজেদের দল নিয়ে প্রশ্ন উঠলে সামীর বললেন, ‘তিন বছর আন্তর্জাতিক হকিতে আমরা খেলছি না| দুই বছর কেটেছে কোভিডে| তার আগের এক বছর গেছে আন্তর্জাতিক কোনো খেলায় না অংশগ্রহণ করে| কেন করেনি সেটা ফেডারেশনের ব্যাপার|’

ঊষা ক্রীড়া চক্রের হয়ে খেলে গেছেন এই সামীর| এই অলিম্পিয়ান বললেন, ‘তখন এই স্টেডিয়ামে দর্শক ভরে যেত| ৯৭, ৯৮ সালে| ঢাকার হকি লিগে শাহবাজ, তাহির জামান, ধনরাজ পিল্লাইরা এই মাঠে খেলে গেছেন|’

১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকিতে খেলে যাওয়া পাকিস্তানি দলের খালিদ হামিদের নামটা তুললে সামীর বললেন, ‘উনি এখন পাকিস্তান হকি দলের সিলেক্টর|’

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আজ। পাকিস্তান-দক্ষিণ কোরিয়া এবং ভারত-জাপান| ৩টা ৩০ ও সন্ধ্যা ৬টা, হকি স্টেডিয়াম|

পাঠকের মতামত: