কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

হবিগঞ্জে ম্যাজিস্ট্রেট-ওসিসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্বাস্থকর্মীসহ ১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, আজ পাওয়া রিপোর্টে চুনারুঘাট উপজেলায় ৮ জনের মধ্যে এক নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (২৮) ও ওসিসহ ৫ পুলিশ, এক স্বাস্থ্যকর্মী, নবীগঞ্জে একজন স্বাস্থ্যকর্মীসহ দুজন, বাহুবলে একজন এবং লাখাইয়ে একজন রয়েছেন।

এদিকে হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত রোগী মাইক্রোবাস চালক মোফাজ্জল (৪৫) সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

নমুনা পাঠানোর ১১ দিন পর ৫ পুলিশ করোনা পজেটিভ রেজাল্ট আসায় পুলিশের মধ্যে করোনা ভীতি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত ২৩ এপ্রিল চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক সব পুলিশ সদস্যদের নমুনা পাঠানো হয়। রেজাল্ট পাঠানো হয়েছে ৫ মে। শনাক্ত হওয়া ওই ৫ পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ, কর্মকর্তা ও সহকর্মীদের সাথে মিশেছেন। ফলে তাদের মাধ্যমে আরও কতজন আক্রান্ত হয়েছেন জানা নেই।

এত দেরিতে পরীক্ষার ফলাফল দেওয়া হলে পুলিশ সদস্যদের মধ্যে আরও আক্রান্তের সংখ্যা বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

থানা সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত ওসি, ১ এএসআই ৩ কনস্টেবলকে চুনারুঘাট উপজেলায় একটি ট্রেনিং সেন্টারে রাখা হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে পাওয়া তথ্য মতে, আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত জেলায় মোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রট, সরকারি কর্মকর্তা, ব্যাংকার মিলে রয়েছেন ৪৫ জন।

পাঠকের মতামত: