কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

হালদা নদী রক্ষায় নৌ থানা হবে

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এবার সেখানে নৌ থানা স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছেন সরকার।

শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার সম্ভাব্যতা যাচাই করতে হালদা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম নৌ পুলিশের এসপি মুবিনুল ইসলাম ভুঁইয়া ও সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীকে কেন্দ্র করে একটা নৌ থানা হবে। এ থানাটি কোথায় হবে, কোন স্থানে হলে সুবিধাজনক হবে মূলত এসব বিষয় যাচাইয়ের জন্য তারা এসেছেন।

তিনি আরও বলেন, হালদা নদী রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নৌ পুলিশের অভিযানও নিয়মিত রয়েছে। সামনে মা মাছ ডিম ছাড়বে, তাই আমাদের সর্তকতাও বেড়েছে।

পাঠকের মতামত: