কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন কক্সবাজারের ৬৪ জন

আগেকার সময়ে পুলিশে চাকরি পেতে দিতে হতো মোটা অঙ্কের ঘুষ। মেধা ও যোগ্যতা থাকলেও ‘ঘুষ’ লেনদেনই ছিল আসল। আর ঘুষ দিতে না পারলে মিলতো না চাকরি। কিন্তু সেই দিন আর নেই। এখন মাত্র ১২০ টাকা খরচ দিয়েই মিলছে পুলিশের চাকরি। গত কয়েক বছর ধরে কক্সবাজারে এভাবে চাকরি পাচ্ছে মেধাবী ও যোগ্যরা। এবারও মাত্র ১২০ টাকা খরচ করে বিনা ঘুষে মেধার স্বাক্ষর রেখেই কক্সবাজার জেলা থেকে ৪ জন নারীসহ মোট ৬৪ জন বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি নিশ্চিত হয়েছে।

 

১২০ টাকা খরচ করে চাকরি পেয়েছেন রিকশাচালকের একমাত্র সন্তান প্রতিক দে। বাবা রিকশা চালিয়ে কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ দিয়ে পড়ালেখা করিয়েছেন তাকে। তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছে অসহায় বাবার এই সন্তান।

একইভাবে চাকরি পেয়েছেন পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে হামিদুল হক। ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় সীমাহীন খুশি হয়েছেন হামিদুল হকের মা।

কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, শতভাগ সচ্ছতা এবং সম্পূর্ণ যোগ্যতা অনুযায়ী নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশে যোগ দিতে যাওয়া এই নব্য সদস্যরা

পাঠকের মতামত: