কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

১৫ অক্টোবরের মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেট বাতিল করেছে আয়োজকরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিবেট বিষয়ক কমিশন শুক্রবার জানিয়েছে, তারা ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে অনুষ্ঠেয় আগামী সপ্তাহের বিতর্ক অনুষ্ঠান বাতিল করেছে। ভার্চুয়াল পদ্ধতির কোন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নেবেন না বলে জানিয়ে দেয়ার পর তারা এ বিতর্ক অনুষ্ঠান বাতিল করলো। খবর এএফপি’র।

কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যেক (প্রার্থী) এখন ওই দিনের জন্য বিকল্প পরিকল্পনা ঘোষণা করেছেন। তাই এখন স্পষ্ট যে, ১৫ অক্টোবর আর বিতর্ক হচ্ছে না।’
ফলে এখন টেনেসির নাশভিলে আগামী ২২ অক্টোবর চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে।

কমিশন বৃহস্পতিবার জানিয়েছিল, ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সাবধানতার অংশ হিসেবে তারা টাউন হলের ১৫ অক্টোবরের বিতর্ক অনুষ্ঠান ভার্চুয়াল পদ্ধতিতে পরিবর্তন করছে। কিন্তু প্রেসিডেন্ট তাতে অংশ নিতে অস্বীকৃতি জানান।

পাঠকের মতামত: