কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ৫ জনই ঢাকার

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ৫ জনেই রাজধানীর ঢাকার।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে পাঁচজন। ৫১-৬০ বছরের মধ্যে আছেন একজন এবং ১০ বছরের একজন শিশু।

তিনি বলেন, গত২৪ ঘন্টায় ঢাকায় ৫জনসহ আরো ৭ জনের মৃত্যু ৭হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫২জনে। নতুন করে ৪৯৭ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৯১৩ জনে।

তিনি বলেন, রাজারবাগ, যাত্রাবাড়ি, মহাখালী, মিরপুর, উত্তরাসহ রাজধানীর ১০ এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। তিনি বলেন, এই অদৃশ্য ভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন। এনিয়ে মোট ১৩১ জন সুস্থ হয়েছেন।

আরো দুটি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে- কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ।

পাঠকের মতামত: