কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হল জো বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্ট বাইডেনকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টা) ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে শপথবাক্য পাঠ করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।

অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আর বিল ক্লিনটনও উপস্থিত রয়েছেন সেখানে।

এর আগে সকালে ওয়াশিংটন ডিসির গির্জায় প্রার্থনার জন্য যান বাইডেন দম্পতি। করোনায় মারা যাওয়া ৪ লাখ মার্কিনীর প্রতি শ্রদ্ধা জানান ন্যাশনাল মলে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ডেলাওয়্যার থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন।

ইতোমধ্যেই হোয়াইট হাউস ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বাইডেনের শপথ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প হাজির না থাকলেও উপস্থিত রয়েছেন তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

বাইডেনের অভিষেক ঘিরে ক্যাপিটল হিলের চারপাশে মোতায়েন আছে প্রায় ২৫ হাজার সেনা।

পাঠকের মতামত: