কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

৬ লাখ দরিদ্র পরিবার নগদ সহায়তা পাচ্ছেন ২ মে

আগামী ২মে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত ছয় লাখ দরিদ্র পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা।

এ জন্য ব্যয় হবে ১৫০ কোটি ৯০ লাখ টাকা। আগামী ঈদের আগেই তালিকাভুক্ত বাকিরাও প্রধানমন্ত্রীর দেওয়া নগদ আর্থিক সহায়তার অর্থ পেয়ে যাবেন।

বুধবার (২৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই নগদ আর্থিক সহায়তা পরিবারগুলো তাদের খাবার বা ওষুধের মতো প্রতিদিনের প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যয় করতে পারবে। আগামী ঈদের আগে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। বিকাশ, নগদ এবং রকেটের মতো মোবাইল আর্থিক পরিষেবার মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে।’

গত বছরের ১৪ মে, যখন করোনাভাইরাসের প্রথম ধাক্কায় দরিদ্র পরিবারগুলো টালমাটাল অবস্থা তখনও প্রধানমন্ত্রী সারা দেশে ৩৫ লাখ দরিদ্র পরিবারের কাছে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তার উদ্বোধন করেন। যা সেসময় ওই পরিবারগুলোতে আশার সঞ্চার করেছিল। এ বছরও সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়াও এ বছর বজ্রপাত, খরা, ভারি বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে এক লাখ কৃষককে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে।

পাঠকের মতামত: