কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

৯৯৯-এ কল করে জানুন মিথ্যা-গুজবের সত্যতা

দেশের শান্তি নষ্টের লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল ধর্মসহ নানা বিষয়ে অনলাইনে গুজব ছড়ানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। তাই মিথ্যা-গুজব খবরের সত্যতা সম্পর্কে জানতে জরুরি সেবা ৯৯৯-এ কল করতে পুলিশের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা মিথ্যা-গুজব খবর যাচাই করতে জরুরি সেবায় কল করার আহ্বানটি জানান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়। তারা যেকোনো প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য ও সংবাদ যাচাই ছাড়া বিশ্বাস না করতে জনগণের প্রতি আহবান করা হচ্ছে।

তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। যেকোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

পাঠকের মতামত: