কক্সবাজার, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

৯-১০ এর পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত

ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর-পূর্ব দিকে সরে গেছে। ইতিমধ্যে সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।

বিফ্রিংয়ে বলা হয় আজ সারাদিন বৃষ্টি ও বাতাস থাকবে। আগামীকাল থেকে স্বাভাবিক অবস্থা হবে। জোয়ারের সাথে পানি আরো কিছুটা সময় থাকবে। সুপার সাইক্লোন ছিলো, এরপর সাইক্লোন এবং সর্বশেষ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আম্পান। ভারত থেকে রাজশাহী, পাবনা হয়ে বাংলাদেশ অতিক্রম করছে আম্পান।

এতে আরো বলা হয়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরো জানানো হয় বাংলাদেশে আম্পানের তাণ্ডবে দেশের বিভিন্নস্থানে বিদ্যুৎদের খুঁটি ভেঙেছে। গাছ পড়েছে। তাছাড়া বেশ কিছু ঘর-বাড়ি ভেঙেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেড়িবাঁধ ভেঙে। বাঁধ ভাঙার ফলে বিভিন্নস্থানে পানি ঢুকে পড়েছে।

পাঠকের মতামত: