কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

হোয়াইক্ষ্যংয়ে র‍্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা রফিক আটক

শ.ম.গফুর, উখিয়া::

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে থেকে ২০ হাজার পিচ ইয়াবা সহ মোঃ রফিক হোসেন (২৮) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।আটক মাদক কারবারী উখিয়া উপজেলার বালুখালী জুমেরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে।শনিবার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী হোয়াইক্যং বাজারের দক্ষিণ প্বার্শে কক্সবাজার-টেকনাফ সড়কের উপড় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে আসামী মোঃ রফিক হোসেনকে আটক করে।পরে আটক ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি টাকা প্রায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

পাঠকের মতামত: