কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

উখিয়ায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস!

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল নৌঘাটে অভিযান চলাকালীন সাগর গামী নৌকা থেকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।

১৬ জুলাই সকালের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ইনানী কোস্ট গার্ডের প্রধান মোহাম্মদ রুবেল জানান, সরকারিভাবে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ থাকলেও সরকারি নির্দেশনা অমান্য করে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে সাগরগামী কিছু নৌকা থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এদিকে বিনষ্টকৃত জালের দাম আনুমানিক পাঁচ লক্ষের অধিক হবে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত: