কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ঘুমধুমে ইয়াবা ও মদসহ আটক ৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার নিয়মিত অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গত (১৬জুলাই) উপজেলার সোনাইছড়ি-ঘুমধম সিলিং সড়কে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায অভিযানে ২০০০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন সোনাইছড়ির ছৈয়দ করিম-(৪০)ঘুমধুমের নুরুল আলম(৪৫)ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মামলা নং-০৮/তাং১৬/০৭/২০২০ইং। মামলার এজাহারে ৫ জনের নাম উল্ল্যেখ রয়েছে। বাকি তিনজন পলাতক।তাঁরা ঘুমধুমের বাসিন্দা।

অপরদিকে একইদিন উপজেলার সোনাইছড়ি হতে ২০ লিটার বাংলা তরল মদসহ ২জনকে আটক করা হয়।পৃথক মাদক আইনে মামলা করা হয। মামলা নং-০৭/তাং১৬/০৭/২০২০ইং।বাংলা মদসহ আটরা হলেন রুহুল আমিন(১৯), আবু ছৈযদ(৩০), দুজনই রোহিঙ্গা। ইয়াবা আটক অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার এসআই ফিরোজ আলম,এস আই মোঃ নুর ইসলাম, এস আই জাফর ইকবাল চৌধুরীসহ সঙ্গীয়ফোর্স।এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।সাম্প্রতিক সময়ে বেশ কিছু মাদকের চালান আটক হয়েছে।এসংক্রান্ত মামলা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: