কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফিলিপাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৭৫ জন। নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষও রয়েছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামলায় নিহত হন আট জন নিরাপত্তা বাহিনীর সদস্য। ছয় জন বেসামরিক নাগরিক। এছাড়া এক হামলাকারীও নিহত হয়েছে।

জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে মাত্র এক ঘণ্টার ব্যবধানে এ দুই হামলার ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এরইমধ্যে এ বিস্ফোরণের তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ।

২০১৯ সালের জানুয়ারিতেও জোলো এলাকায় জোড়া আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে একটি চার্চে হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত ২০ জন। আহত হয় আরো শতাধিক মানুষ।

পাঠকের মতামত: