কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

হৃদয়বিদারক সেই দৃশ্য দেখে চোখে পানি চলে আসে

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তল্লা চামার বাড়ি বাইতুল সালাত জামে মসজিদে রহস্যজনক বিস্ফোরণে ৪০ মুসল্লি দগ্ধ হয়েছেন। শুক্রবার এশারের নামাজের পর বেতর নামাজ পড়ারত অবস্থায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর পোড়াদেহের যন্ত্রণা কমাতে দগ্ধরা মসজিদ থেকে বের হয়ে বাইরের কাদা পানিতে গড়াগড়ি করেছেন। হৃদয়বিদারক সেই দৃশ্য দেখে অনেকেই চোখে পানি রাখতে পারেননি।

ওই বিস্ফোরণে এরইমধ্যে ইমাম ও মুয়াজ্জিন, ফটো সাংবাদিক, জেলা প্রশাসনের একজন কর্মচারীসহ ৩৭ জনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. ফাহিম জানান, আমি এশারের নামাজ পড়ে বেতর পড়ে বাহিরে এসেছি। এ সময় দেখতে পাই মসজিদের ভেতর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনতে পাই। দেখতে পাই মসজিদের বাহিরে যে পানি সেখানে গায়ে আগুন নিয়ে অনেক মুসল্লি গড়াগড়ি করছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ঢাকা মেডিকেলে ৩৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর।

পাঠকের মতামত: