কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার দায়ে চারজনের কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার অভিযোগে চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা হয়েছে চারটি কোদাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন উখিয়া জামতলী ৫ নং ওয়ার্ডের মৃত আমিরুজ্জামানের ছেলে অব্দুর রহিম, কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম, ১৬ নং ক্যাম্পের এ/৩ ব্লকের ৪১১ নং ঘরের বাসিন্দা নূর আহম্মদের ছেলে মো. তোহা এবং পেকুয়া রাজাখালীর মৃত ছালামত উল্লাহর ছেলে মো. কালাম হোসেন।

সোমবার সন্ধ্যায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল আহসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

এর আগে ১৬ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি অফিসের বিপরীত দিকে পাহাড় কাটার সময় হাতেনাতে তাদেরকে আটক করে ১৬ এপিবিএনের জামতলী ক্যাম্পের সদস্যরা। পরে উখিয়া উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে হাজির করা হলে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

পাঠকের মতামত: