কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

গরু চুরির অপবাদ

মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় ৫ আসামী কারাগারে

রফিক উদ্দিন বাবুল, উখিয়া বার্তা::

উখিয়ার উপকূলীয় জনপদ জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনার পাড়া গ্রামে গরু
চুরির অপবাদ দিয়ে এক যুবককে মাথা ন্যাড়া করে অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত ৫
জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত
জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। ধৃত আসামীরা হচ্ছেন ওই
এলাকার মৃত শফির আহমদের ছেলে মোহাম্মদ (৫০), মোহাম্মদের ছেলে শফি আলম (৩০), রফি
আলমের ছেলে জাহিদ হোসেন (৩৫), মৃত হোছন আলীর ছেলে আবদুস শুক্কুর (৪৮) ও মোহাম্মদের
ছেলে মোহাম্মদ ইসলাম ওরফে কৈ সালাম (৩২)। ঘটনার মূলহোতা জালাল আহমদ পলাতক
রয়েছেন বলে বাদীপক্ষের কৌশলী এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ছৈয়দ আহমদ নামের এক যুবককে গরু চুরির অপবাদ দিয়ে সারারাত বাড়ির উঠানে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে কোদাল দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। পরে ওই কোদাল দিয়ে ন্যাড়া মাথায় আঘাত করে। নিমর্ম নির্যাতনের শিকার ছৈয়দ জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশজুড়ে তোলপাড়
শুরু হয়। নির্যাতনের শিকার ছৈয়দ আহমদ একই এলাকার জাকির হোসেনের ছেলে।

এব্যাপারে ভুক্তভোগী ছৈয়দ আহমদের বোন জোবাইদা বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক সাংবাদিকদের বলেন, নির্যাতনের শিকার ছৈয়দ
আহমদ স্থানীয় মুদির দোকানী। তাকে অনর্থক গরু চুরির অভিযোগে বাজার থেকে ধরে নিয়ে বেঁধে রেখে নির্যাতন করে। তাকে পুলিশে না দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়াটা সঠিক হয়নি।

পাঠকের মতামত: