কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম থেকে উখিয়ায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো রোহিঙ্গা যুবকের

শ.ম.গফুর, উখিয়া::

চট্টগ্রাম থেকে বেড়াতে এসে ঘুমধুমস্থ মৈত্রী সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে মৃত্যু বরণ করেছে এক কিশোর। সে রোহিঙ্গা জহির এর ছেলে। তাঁর বাবা ক্যাম্পে বসবাস করে আসলেও সে চট্টগ্রামে পড়ালেখা করতো।সোমবার (৫ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানাগেছে, উখিয়ার পালংখালী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক হোছাইন মোহাম্মদ জুলুর ছেলে মোহাম্মদ সাজেদ হোসেন(১৯), মোহাম্মদ সাইফুল ইসলাম(২২) ও মোহাম্মদ জহির এর ছেলে মোহাম্মদ( ১৬)সহ তিনজন রোববার বিকেলে মোটরসাইকেল যোগে ঘুমধুমস্থ মৈত্রী সড়কে বেতবনিয়া বাজার সংলগ্ন একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মোহাম্মদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে জানার জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ এর মুঠোফোনে যোগাযোগ করেও নেটওয়ার্ক সমস্যার কারণে তাকে পাওয়া যায়নি।

পাঠকের মতামত: