কক্সবাজার, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

আইন সংশোধন, ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি: আইনমন্ত্রী

অবশেষে বাংলাদেশে ধর্ষণের আইন সংশোধন হচ্ছে। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইনমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নোয়াখালী জেলার বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং এই সময়ে আরও কয়েকটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হচ্ছে।

সামাজিক মাধ্যমেও এই দাবি নিয়ে তর্ক বিতর্ক চলছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডের পক্ষে নয়। তারা বলছে, আইনে সর্বোচ্চ যাবজ্জীবনের যে সাজা এখন আছে, সেটারই প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে না এবং সেকারণে ধর্ষণ বা নারী নিপীড়ন উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে

রাজপথের বিক্ষোভ এবং সামাজিক মাধ্যমে প্রতিবাদে এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তোলা হয়েছে।

এই আন্দোলনের মুখে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া এটি আগামী জাতীয় সংসদে আইন আকারে পাসের জন্য পেশ করা হতে পারে। অথবা এটি অধ্যাদেশ আকারে খুব শিগগিই জারি হতে পারে।

পাঠকের মতামত: