কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ায় তেঁতুলিয়ায় হিমেল বাতাসের কারণে বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৬ টায় ওই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ১২ টায় ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে গত শুক্রবার (৬ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

পাঠকের মতামত: