কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নং ক্যাম্প থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তারা হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নং ক্যাম্পের ব্লক বি-১ এর বাসিন্দা মো. গুরা মিয়ার ছেলে সৈয়দুল আমিন (৩০), একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে নুর হোসেন (২৫) ও ব্লক সি-৫ এর বাসিন্দা  মো. নুরুল ইসলামের ছেলে মো. আইয়াস (২৬)।

মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের উপ-পরিদর্শক আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল আজ দুপুরে ক্যাম্পে ভেতরে অভিযান পরিচালনা করে। এ তিন রোহিঙ্গা যুবককে ২ হাজার ৫২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: