কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ায় মাস্ক না পড়ায় গুনতে হলো জরিমানা

শ.ম.গফুর, উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় করোনা সংক্রমণ রোধে মাঠে নেমেছে উখিয়া উপজেলা প্রশাসন। ২২ নভেম্বর সকাল সাড়ে ৯ টা হতে ১১টা এবং বিকাল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উখিয়া উপজেলায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ার অপরাধে ১৯ ব্যক্তিকে মোট ছাব্বিশ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকিং করে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া অবৈধ বালু উত্তোলন এবং পাহাড় কাটার বিষয়ে অভিযান চালিয়ে একটি ডাম্পার আটক করা হয়।

পাঠকের মতামত: