কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

স্থানীয়দের জন্য টেকসই উন্নয়ন চাই: উখিয়ায় কোস্ট ট্রাস্টের সামাজিক সংযোগ সভায় জাহাঙ্গীর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় কর্মরত মানবিক সেবাদানকারী সংস্থা ‘কোস্ট ট্রাস্ট’কর্তৃক চলতি বছরে উখিয়ায় যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে,সে বিষয়ে বিষদ তুলে ধরে পর্যালোচনা ও সামাজিক সংযোগ সভা করেছে।২৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উখিয়া প্রেসক্লাবের সেমিনার কক্ষে কোষ্ট ট্রাস্টের কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার তানজির উদ্দিন রণির প্রানবন্ত ও সার্বিক উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি যা বলেছেন,কোষ্ট ট্রাস্টের কার্যক্রমের প্রশংসা করে বলেছেন, রোহিঙ্গাদের পাশাপাশি হোস্ট কমিউনিটির জীবনমান উন্নয়নে টেকসই ও দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়নের আহবান জানান। রোহিঙ্গা আর স্থানীয়দের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জের হয়ে দাড়িয়েছে। রাজাপালং ইউপির এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গার কারণে স্থানীয়রা আজ মানবেতর জীবনযাপন করছে।উখিয়া-টেকনাফ বাসিকে মুক্ত করতে প্রত্যাবাসন জরুরী হয়ে দাড়িয়েছে বলে জাহাঙ্গীর কবির চৌধুরী দাবী করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডিয়া সমন্ধয়ক,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,সাংবাদিক রফিক উদ্দিন বাবুল,যুব প্রতিনিধি, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন,স্থানীয় জনপ্রতিনিধি, পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী,রাশেদা বেগম, রাজাপালং ইউপির সদস্য নুরুল কবির, মীর সাহেদুল ইসলাম চৌধুরী রুমান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন, খোরশিদা বেগম, শিক্ষক প্রতিনিধি, বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন,নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, আলেম প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উখিয়ার দায়িত্বশীল মাওলানা জাফর আলম,স্বেচ্ছাসেবক প্রতিনিধি, সিপিপি’র এইচকে রফিক উদ্দিন, সুশীল সমাজ প্রতিনিধি,মাওলানা আবদুল খালেক, মাষ্টার শাহ আলম প্রমুখ।

সভায় বিশেষ বক্তারা বলেছেন,রোহিঙ্গারা আমাদের মেহমান।তাদের কারণে স্থানীয়রা নানামুখী সমস্যার আবর্তে রয়েছে।শ্রম বাজার, ব্যবসা বাণিজ্য রোহিঙ্গার দখলে চলে গেছে।পাশাপাশি, ইয়াবা,মাদক পাচার,অপরাধমূলক কর্মকান্ডে রোহিঙ্গারা জড়িত।তাদের আগ্রাসী কাজে স্থানীয়রা এক প্রকার অতিষ্ট হয়ে উঠেছে।এসব থেকে উত্তরণে এনজিওর ভুমিকা দেশপ্রেমে উজ্জীবিত থাকবে প্রত্যাশা করেন।

উক্ত পর্যালোচনা সভায় কোষ্ট ট্রাস্ট চলতি বছরে উখিয়ায় যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে,আগামীতে কোন-কোন খাতে প্রকল্প বাস্তবায়ন করবে তার বিষদ তুলে ধরা হয়।প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে কোষ্ট ট্রাস্ট।এ সংস্থা এতে স্থানীয় বেকার যুবকদের জীবন মান উন্নয়নে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, শিক্ষিত যুবকদের ডাটাবেইজ তৈরি করে, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা এবং চাকরী নিশ্চিত করণে ব্যবস্থা গ্রহণ,নিম্ন আয়ের মানুষের উপার্জনের খাত নষ্ট হয়েছে রোহিঙ্গার কারণে। তাদের জীবনমান উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার উপর মত দেওয়া হয়।

এ সময় কোস্ট ট্রাস্টের কর্মকর্তা মিজানুর রহমান বাহাদুর, ফিল্ড কো-অর্ডিনেটর জুলফিকার হোছাইন,ইউনিয়ন কো-অর্ডিনেটর এনামুল হক ও মোঃ ইউনুস, জাহেদা বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধি, আলেম,শিক্ষক, সুশীল সমাজ,নারী প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: