কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কিশোরগঞ্জ থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার

আমিনুল কবির::

কিশোরগঞ্জ থেকে অপহৃত মোঃ সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে টেকনাফের কাটাবনিয়া এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় অপহরণকারীরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পালিয়ে যায়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদরের বাজিতপুর ইউনিয়নের পোড়াকান্দা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ সাইফুল
ইসলাম (২৬) কে চাকরির প্রলোভন দিয়ে অপহরণ করা হয়। এরপর টেকনাফের এক বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপন দাবি করে এবং মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় ভিকটিমকে মারধর করে।

সে অনুযায়ী টেকনাফের কাটাবনিয়ার কাশেম এর বাড়িতে একজন লোককে কতিপয় অহপরণকারীরা অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত বাড়িতে পৌঁছালে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের কিশোরগঞ্জরে নিকলী থানার মোঃ বাচ্চু (২৭) টেকনাফের কাটাবুনিয়া এলাকার মোঃ কাসেম (৬০) ও মোঃ জুনাইদ (২৫) পালিয়ে যায়।

সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী পলাতক অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান।

পাঠকের মতামত: