কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের ৫৯ জনকে ৭ হাজার টাকা অভিযান

শহিদ রুবেল, উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্য বিধি অমান্য করায় আবারো পথচারীদের জরিমানা করা হয়েছে। এইসময় ৫৯ জনকে ৭ হাজার ৩শত টাকা অর্থ দন্ড করা হয়।

৩ এপ্রিল শনিবার উপজেলার সদর, কোর্ট বাজার ও মরিচ্যা বাজারে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, উপজেলার উখিয়া বাজার, কোর্ট বাজার ও মরিচ্যা বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচলনা করা হয়েছে।

এইসময় পৃথক অভিযানে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ২৫টি মামলায় ৫৯ জনকে ৭ হাজার ৩ শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

তিনি জানান, এসময় পথচারীদের বিনামূল্যে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মনিটরিং করা হয়েছে। জনসচেতনতায় এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: