কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও একটি মৃত তিমি ভেসে এসেছে। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আড়াই টন ওজনের একটি মৃত তিমি দরিয়ানগর এলাকার সমুদ্রসৈকতে ভেসে আসে।

তিমিটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছে। মৃত তিমি মাছটিকে তারা তাদের মুঠোফোনেও ধারণ করছেন।

কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ ঢাকা পোস্টকে বলেন, দুটি কারণে তিমি মাছ মারা যায়। প্রথমত, বয়সকাল পার হলে তিমি আত্মহত্যা করে থাকে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সময় আঘাতের কারণে তিমিটি মারা যেতে পারে। তিমিটির ওজন আনুমানিক আড়াই টনের মতো হবে।

তিনি আরও বলেন, এর আগে ১৯৯১ সালে একটি এবং শুক্রবার আরেকটি তিমি ভেসে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ওই তিমি আত্মহত্যা করেছিল।

জীববৈচিত্র্য নিয়ে কাজ করা জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল কুদ্দুস রানা বলেন, এসব তিমি যৌবনকাল অতিবাহিত করেই আত্মহত্যা করে থাকে। তাছাড়া সমুদ্রে জলযান চলাচলের সময় আঘাতের কারণেও মারা যেতে পারে।

পাঠকের মতামত: