কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মরিচ্যা বিজিবি চেকপোস্টে পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা::

কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি।

মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে ইজিবাইক তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, পশ্চিম মরিচ্যাপালংয়ের জাফর আলমের ছেলে মফিজ উদ্দিন (২৬) এবং বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নং ক্যাম্পের বি-৬ ব্লকের নুর কাশেমের ছেলে নুরু সালাম (৩২)৷

রামু ৩০ বিজিবি এর অধিনায়ক ইব্রাহিম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলাবাগান ও কক্সবাজার উদ্দেশ্যে যাওয়া পৃথক দুইটি ইজিবাইকে বিপুল পরিমান ইয়াবা পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত ইজিবাইক তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা। আটককৃত আসামীদের ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: