কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ার জে.এস.আর স্টুডেন্ট গ্রুপের বার্ষিক লভ্যাংশ বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক::

তরুণদের নিয়ে সমাজকে বদলে দেওয়ার শ্লোগানে কক্সবাজারের উখিয়ার লাভজনক সংগঠন জে.এস.আর স্টুডেন্ট গ্রুপের বার্ষিক লভ্যাংশ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলার মরিচ্যা বাজারে শপিংমলে জে.এস.আর স্টুডেন্ট গ্রুপের হল রুমে এই বিতরণ কার্যক্রম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আপস

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ইয়াকিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জে.এস.আর শফিং মলের ডিরেক্টর আতাউল্লাহ। আপস

এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন,
২০১৪ সালে ২ জন তরুণ উদ্যোক্তার ১০০ টাকা করে সঞ্চয়ের মধ্যদিয়ে শুরু হয় জে.এস.আর স্টুডেন্ট গ্রুপের যাত্রা। বর্তমানে ১২ হাজার তরুণ সদস্যের ২ কোটি মূলধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান জে .এস.আর শপিং এর কাজ চলমান৷ সট

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হলদিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য এম মনজুর আলম, সদস্য এম এ ফজাল, সদস্য ওসমান গনি ও ক্রেতা-বিক্রেতা, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই।

পাঠকের মতামত: