কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ইয়াবা নিয়ে রোহিঙ্গা ও কক্সবাজারের দুই যুবক সহ আটক ৪

 

কক্সবাজারের উখিয়ায় চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

৩০ আগষ্ট (সোমবার) উপজেলার কুতুপালং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কচুবনিয়া এলাকার সেহের আলীর পুত্র আব্দু রশিদ (৩১), কক্সবাজার সদরের ঝিলংজার খরুলিয়ার মুন্সী বিল এলাকার জালাল আহমেদের পুত্র আল মাহমুদ ওবায়েদ (২৪), খরুলিয়ার ঝিলংজা ঘাটপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের পুত্র মোঃ আব্দুল্লাহ (২২) এবং ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের ২নং এইচ ব্লকের মকবুল আহমদের পুত্র জামাল হোসেন (২৪)।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করে।

পরবর্তীতে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: