কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লিংকরোডে র‍্যাবের অভিযানঃ ২ প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

 

বনফুল এন্ড কোং। দীর্ঘ কয়েক যুগ ধরে তারা বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত প্রতিষ্টান সর্বস্ব সাইনবোর্ড ব্যবহার করে আসছিলো। তবে তাদের কারখানায় দেখা গেল ভিন্ন চিত্র। কথায় আছে বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট এমনই হাল কারখানার।

মঙ্গলবার সকালে রেপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর সপ্তাহ ব্যাপি অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে চলমান ভ্রাম্যমান আদালতের অভিযানের অংশ হিসেবে কক্সবাজার বিসিক শিল্প এলাকায় বনফুল এন্ড কোং এবং একসন ফ্লাওয়ার মিলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বনফুল এন্ড কোং এ বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ভেজাল পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদনের জন্য ১লাখ ২০ হাজার টাকা এবং একসন ফ্লাওয়ার মিল কে বিএসটিআইয়ের অনুমোদননের বৈধ কাগজ না নিয়ে কারখানা পরিচালনা করায় ৮০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান অংশ নেন, এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পাঠকের মতামত: